পাবনার আতাইকুলায় বল ভেবে পরিত্যক্ত বোমা নিয়ে খেলতে গিয়ে বুধবার সকালে বোমা বিস্ফোরনে দুই শিশু আহত হয়েছে। আহত রওশন (১২) আতাইকুলার কামারপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে অপর আহত প্রীতি (৩) একই গ্রামের আফতাব মোল্লার মেয়ে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বোমা বিস্ফোরনে আহত রওশন তাদের বাড়ির একটি ঘরের টিনের চালে উপর সুতলি দিয়ে মোড়ান বল সদৃশ একটি জিনিস দেখতে পায়। সকাল ১১টার দিকে সে এবং তার ভাইয়ের মেয়ে প্রীতি বল সদৃশ বোমাটিকে বল ভেবে সেটি দিয়ে খেলতে থাকে। এক পর্যায়ে বল সদৃশ বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে রওশন ও প্রীতি গুরুত্বর আহত হয়। পরে তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা