পাবনা-ভাঙ্গুড়া মহাসড়কে শনিবার দুপুরে ইঞ্জিন চালিত যাত্রীবাহি নছিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহত মধু প্রামাণিকের (৫৫) বাড়ি ভঙ্গুড়া উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর দুই টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহি নছিমন জেলার চাটমোহর থেকে ভাঙ্গুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিয়ারপাড়া নামক স্থানে পৌছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নছিমনের যাত্রী মধু প্রামাণিক নামক এক বৃদ্ধ নিহত হয় এবং নছিমন ও করিমনের সাত যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি নসিমন আটক করলেও চালকদের আটক করতে পারেনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা