কলিট তালুকদার (পাবনা প্রতিনিধি)
পাবনার ঈশ্বরদীতে চলছে মাদক বিরোধী অভিযান। শুক্রবার সকালে আটক ৩ মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার মূলাডুলি রেল স্টেশন সংলগ্ন মাদক ব্যবসায়ী মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মুন্না পালিয়ে গেলেও তিন জন কে গ্রেফতার করা হয়। এরা হলো মাদক ব্যবসায়ী ইয়ারুল (২৭), গাজিউর রহমান (৩৫) ও হানিফ (৪৫)। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন তাদের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।