পাবনার ঈশ্বরদীতে টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বৃহস্পতিবার সকালে এক বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত বাচ্চু মিয়া (৪৫) ঈশ্বরদী শহরের আমবাগান এলাকার আসমত আলীর বাড়িতে ভাড়া থাকতো। বাচ্চু মিয়া বিভিন্ন পণ্য সামাগ্রী ফেরি করে বেচতো।
গতকাল সকাল ১০ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ ট্যাংকের মধ্যে থেকে বসা অবস্থায় লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, বুধবার রাতের কোন এক সময় কেউ পরিকল্পিতভাবে তাকে খুন করে ওই স্থানে লাশটি ফেলে রেখে পালিয়ে যায়। ওসি আরো জানান, নিহত বাচ্চু মিয়া ওই বাড়িতে তার বাক-প্রতিবন্ধী তিন স্ত্রী কে নিয়ে থাকতেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা