পাবনার ভাঙ্গুড়া বড়ালব্রীজ স্টেশনের অদূরে বটতলা নামকস্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি শুক্রবার রাত ৭ টার দিকে ওই স্থানে পৌছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আরো জানান, গত কয়েকদিন যাবত নিহত নারীকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তাকে দেখে মনে হয়েছিল সে মানসিক ভারসাম্যহীন। তবে কেউই তার নাম ঠিকানা জানতে
খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা