পাবনার পাকশীতে গতকাল শনিবার দুপুরে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যাক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছে। নিহত মোটর সাইকেল চালক আজাদ হোসেন (২৪) ঈশ্বরদীর সাঁড়া ঝাউদিয়া গ্রামের আলম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুর তিনটার দিকে পাকশী লালন শাহ সেতুর সংযোগ সড়কের কাছে ট্রাকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আজাদ হোসেন মারা যায়। এবং আহত মোটর সাইকেল আরোহী রাশেদুজ্জামান (২৭) কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here