পাবনার সাঁথিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জাইদুল প্রামানিক (৩২) উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের ৫ শতক সরকারী খাসজমি নিয়ে স্থানীয় রজব মোল্লা ও পাশ্ববর্তী তেতুলিয়া গ্রামের জাইদুল প্রামানিকের সাথে বেশকিছুদিন ধরে বিরোধ চলছিলো। এরই এক পর্যায় গত বুধবার দিনগত রাত তিনটার দিকে জাইদুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ন ওই জমিতে ঘর তুলতে যায়। এসময় রজব মোলস্নার তার লোকজন নিয়ে বাঁধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে রজব মোলস্নার ছেলে সবুজ মোল্লা একনলা বন্দুক দিয়ে জাইদুলকে লক্ষ্যকরে গুলি করলে জাইদুল গুরুতর আহত হয়।

গুলিবিদ্ধ জাইদুলকে তার সহযোগীরা উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here