পাবনার সাঁথিয়ায় বৃহস্পতবার সকালে এক স্কুল ছাত্রী কে অপহরণের চেষ্ঠাকালে স্থানীয় জনতা অপহরণকারীদের একজন কে আটক করে পুলিশে সর্পদ করেছে। আটক আনোয়ার হোসেন ওরফে রুজবু (২২ ) উপজেলার শরিষা গ্রামের মৃত খন্দকার ওসমান গণির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামের রজব আলীর কন্যা এবং আফতাব নগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী কণিকা খাতুন (১৪) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বার্ষিক পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। পথেমধ্যে সকাল ৯ টার দিকে সে উপজেলার ছেঁচানিয়া বাজারের কাছে পৌঁছালে আগে থেকে ও॥পেতে থাকা ৪ জন যুবক জোরপূর্বক ওই ছাত্রীকে সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা অপহরণকারীদের ধাওয়া করে স্কুল ছাত্রী কনিকাকে উদ্ধার এবং অপহরনের মূলহোতা আনোয়ার হোসেন ওরফে রুজবু (২২) কে আটক করে  পুলিশের কাছে সোপর্দ করে।

এ সময় অপহরণকারীরা ফজর আলী (৬০) নামের একজন বৃদ্ধাকে মারপিট করে আহত করে। এব্যাপারে সাঁথিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here