পাবনায় চারতলা ভবন থেকে পড়ে সুমন (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে শহরের হোটেল শিল্টনের (আবাসিক) চারতলার পাশ দিয়ে যাওয়া ইন্টারনেটের ক্যাবল লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন গ্লোবাল এক্সচেঞ্জের একটি ইন্টারনেট ডেভেলপার কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তবে এ রির্পোট সন্ধায় লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গ্লোবাল এক্সচেঞ্জের ইঞ্জিনিয়ার তানভীর হোসেন জানান, তিনি এবং টেকনিশিয়ান সুমন এ কোম্পানির ইন্টারনেট ডেভেলপার ডাটা কানেক্টিভিটির কাজ করার জন্য গত ১ জানুয়ারি পাবনায় আসেন। শুক্রবার সকালে হোটেল শিল্টনের দ্বিতীয় তলায় ইন্টারনেটের ক্যাবল লাইনের কাজ শুরু করেন। সকাল ১১টার দিকে সুমন হোটেলের চারতলায় ক্যাবল লাইন দেখতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপরে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা