পাবনার সুজানগরে এক কৃষককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার গাজনার বিল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত নাঈম শেখ (৩৫) উপজেলার কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, সুজানগর উপজেলার রাণীনগর ইউনিযনের খয়রার ব্রীজ এলাকায় গাজনার বিলের মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর । পরে বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ গিয়ে ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ আরো জানায়, গত সোমবার রাতের কোন এক সময় সস্ত্রাসীরা ওই স্থানে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
পরিবারিক সূত্র জানায়, নিহত নাঈম শেখ গত রোববার ঢাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বেড় হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা