পাবনায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছিল। ঈশ্বরদী মহিলা কলেজের সামনে পৌছামাত্র রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি রুহুল আমিন ওরফে বাবুলর ছেলে ছাত্রলীগ নেতা বনি তার মোটরসাইকেল দিয়ে আব্দুল মান্নানের মোটর সাইকেলেকে পেছন থেকে ধাক্কা দেয় এবং তার মেয়েকে উত্যক্ত করে। যুবলীগ নেতা  মান্নান এর প্রতিবাদ করলে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় স্থানীয় পৌর কাউন্সিলর ইউসুফ আলী প্রধান এসে বনিকে সামান্য উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।

এর কিছু সময় পর ছাত্রলীগ নেতা বনি তার দলবল নিয়ে যুবলীগ নেতা  মান্নানের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুটি পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।

সংঘষের্ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি রুহুল আমিন বাবুল , উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, কাউন্সিলর ইউসুফ আলী, জুয়েল, পাভেল, কনকসহ উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here