পাবনার চাটমোহরে এক নারী শ্রমিককে ধর্ষনের পর জবাই করে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে হান্ডিয়াল পূর্ববাজার এলাকায় একটি রাইস মিল থেকে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। নিহত আছিয়া বেগম (৪৫) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত মরু ফকিরের মেয়ে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা আছিয়া পূর্ববাজার এলাকায় জনৈক আফসার আলীর মালিকানাধীন রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

রোববার রাতের কোন সময় তাকে ধর্ষনের পর জবাই করে হত্যা পর ওই মিলের মধ্যেই ফেলে রাখা হয়। রাত সাড়ে ১১টার দিকে আছিয়ার লাশ দেখতে পেয়ে মিলের অন্য শ্রমিকেরা থানায় খবর দেয়।

খবর পেয়ে রাতেই পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তবে পুলিশ রহস্যজনক কারনে হত্যা মামলা দায়ের না করে চাটমোহর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে। ।

ইউন্ইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here