পাবনার আতাইকুলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে এক ব্যাক্তি নিহত হয়েছে নিহত আব্দুল হামিদ (৬৫) আতাইকুলা থানার বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আরিফ প্রামানিকের ছেলে।
এদিকে খুন করে পালানোর সময় গণপিটুনীতে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে।
গণপিটুনীতে নিহত সাদেক আলী (৩৮) সাঁথিয়া উপজেলার রাজাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত ব্যাক্তির নাম জানে আলম (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাইকুলা থানার বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হামিদ ও পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাদেক আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে রোববার ভোর ৫ টার দিকে সাদেক আলী তার সর্মথকদের নিয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে হামিদ কে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে হত্যাকারীদের ধাওয়া করে সাদেক আলী ও জানে আলমকে আটক করে গণপিটুনী দেয় এতে ঘটনাস্থলেই সাদেক আলী নিহত ও সানে আলম আহত হয়। এসময় অন্যান্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদনেত্মর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গণপিটুনীতে আহত জানে আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশী পাহাড়ায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আতাইকুলা থানার ওসি রবিউল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার সকাল নয়টার দিকে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ও এএসপি (বেড়া সার্কেল) খাঁন মোহাম্মদ নাছের আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/বনা