কলিট তালুকদার (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় সন্ত্রাসীরা এক কৃষককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। নিহত জহুরুল ইসলাম (৩২) নিহত জহুরুল উপজেলার অষ্টোমনিষা ইউনিয়নের রুকশী গ্রামের জয়ধর প্রামানিকের ছেলে। পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সে নিহত জহুরুল ইসলাম রুকশী গ্রামের পাশের একটি ইরি ধানের মাঠে মিজানুর রহমান নামের জৈনক ব্যাক্তির একটি শ্যালো ইঞ্জিনের ড্রাইভার ছিল। নিহত জহুরুল প্রতিদিনের মতো সোমবার রাতে সেচ কাজের জন্য মাঠে যায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে স’ানীয় কৃষকেরা ওই ইঞ্জিন ঘরে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা, সন্ত্রাসীরা রাতের কোন এক সময়ে ওই কৃষককে কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে ওই ইঞ্জিন ঘরে লাশটি ফেলে রেখে যায়।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান।