পাবনার ঈশ্বরদী উপজেলায় শনিবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে শিহাব উদ্দিন (২৮) ও বরইচড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আওলাদ বিন সোহাগ (২৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি রফিকুল ইসলাম জানান, উপজেলার নওদাপাড়া গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর পাঁচ টার দিকে র্যাবের একটি দল ওই গ্রামে অভিযান চালানায়।
এসময় নিজ বসতবাড়ির সামনে থেকে দেশে তৈরি এলজিসহ তাদরেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা