পাবনায় মঙ্গলবার বিকেলে অস্ত্র-গুলিসহ এক চরমপন্থী নেতা গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কামাল হোসেন (২৮) জেলার আতাইকুলা থানার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে চরমপন্থী সংগঠন ‘বাহিনী’র আঞ্চলিক নেতা বলে পুলিশ দাবী করেছে।
পুলিশ জানায়, চরমপন্থী নেতা কামাল অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশি তৈরী দোনালা বন্দুক ও চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় ২টি হত্যা মামলা রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার /পাবনা