অতিরিক্ত মদ পান করে গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীর মূলাডুলিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত মহিদুল হক (৫০) নর্থবেঙ্গল সুগার মিলের মূলাডুলি আখ খামারের ট্রাকের চালক ছিল।
জানাগেছে, গোপালপুরের মাদক ব্যবসায়ী দীপালীর মাদকের আখড়ায় মঙ্গলবার রাতে মহিদুল মদ পান করে। মাত্রাতিরিক্ত চোলাই মদ পান করে সে অসুস্থ্য হয়ে পড়লে অন্য মাদকসেবীরা তাকে বাড়িতে পৌঁছে দেয়।
বাড়িতে নিয়ে যাবার পর রাতে সে অনেকটা সুস্থ্য বোধ করলেও বুধবার দুপুর ২টার দিকে মহিদুল বাড়িতেই মারা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা