গত কয়েক দিনের তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার জনজীবন। ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূযের। যথা সময় কাজে যেতে না পেরে অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে দিন মজুররা।
মঙ্গলবার তীব্র শীতে শ্বাসকষ্ট বেড়ে পাবনায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আড়িংগাইল গ্রামের বৃদ্ধ ছানা মহুরী (৬৫), একই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আবু জাফর (৫৫) ও গুনাইগাছা ইউনিয়নের দরিপাড়া গ্রামের বৃদ্ধ আবুল হোসেন (৭০)।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত কয়েক দিনের তীব্র শীতে শ্বাসকষ্ট বেড়ে মঙ্গলবার ভোর সাড়ে চার টার দিকে বৃদ্ধ ছানা মহুরী ও ভোর সাড়ে পাঁচ টার দিকে আবু জাফর নিজ বাড়িতেই মারা যান। নিহতের পারিবারিক সূত্র আরো জানায়, তারা র্দীঘ দিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
অপরদিকে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ আবুল হোসেন মঙ্গলবার ভোরে নিজ বাড়িতেই মারা যান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা