পাবনার চাটমোহর উপজেলার পৈলানপুর নামকস’ানে গত বৃহস্পতিার দিনগত গভীর রাতে একটি ট্রাাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ট্রাকের চালক রবিন হোসেন (৩০) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর গ্রামের শুকচাঁদ আলীর ছেলে।

পুলিশ জানায়, নবাবগঞ্জ-ট-০২-০০৫৭ নম্বরের ট্রাকটি উপজেলার নুননগর বাজারে মালামাল আনলোড করে গুরুদাসপুরে ফিরছিল। পথেমধ্যে বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে ট্রাকটি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর নামকস’ানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস-ার পাশে খাদে উল্টে যায়। এসময়
এলাকাবাসী চালক রবিনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলিট তালুকদার, পাবনা    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here