কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি ::

পাবনার ঈশ্বরদীতে রিক্সাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামী পিস্তল দিয়ে গুলি করা আনোয়ার উদ্দিনসহ (৪২) দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর আরমবাড়িয়া এলাকা থেকে বুধবার (১১ জানুয়ারী) আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। আর বৃহস্পতিবার (১২ জানুয়ারী) ভোরে কুষ্টিয়া থেকে ইব্রাহিমকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আনোয়ারকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। বর্তমানে ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনোয়ার উদ্দিন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই এবং মামলার এজাহার নামীয় দুই নাম্বার আসামী। আর মামলার চার নম্বর আসামী ইব্রাহিমের বাড়ি ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লা। এ নিয়ে মামলার এজাহার নামীয় মোট ৪ আসামীকেই গ্রেপ্তার করা হলো।

এর আগে গত শুক্রবার (০৬ জানুয়ারী) ঈশ্বরদী উপজেলা সদরের শৈলপাড়া এলাকা থেকে মামলার এক নম্বর আসামি কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ০৪ জানুয়ারী রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিক্সাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় পিস্তল বের করে মামুনকে গুলি করেন আনোয়ার।

ঘটনার পরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদি হয়ে চারজনকে নামীয় ও আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here