কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি ::

যাত্রীবাহী বাসে যাত্রী ওাঠানো-নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছে। নিহত জুবায়ের রহমান (২৫) পাবনা উপজেলা সদরের গাছপাড়া খাঁপাড়া মহল্লার  জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে বাসের সুপারভাইজার সুমন হোসেন।

বাসের সুপারভাইজার সুমন জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার গাবতলি থেকে মাছরাঙ্গা পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনার উদ্দেশ্যে রওনা দেয়।

পথে চান্দুরায় যাত্রী ওাঠানো-নামানোকে কেন্দ্র করে মারুফ হোসেন নামের বাসের এক যাত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জেরধরে সোমবার ভোরে বাসটি পাবনা বাস টার্মিনালে পৌছালে যাত্রী মারুফ হোসেন বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় সে দৌড়ে পালালে বাসের হেলপার জুবায়ের কে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জুবায়ের কে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসের যাত্রী মারুফ হোসেনকে আটক করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here