পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন।

মি: গিলানী সেনাবাহিনীকে আক্রমণ করে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি ফাঁস হওয়া একটি চিঠি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

ফাঁস হওয়া ঐ চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর সরকার সম্ভাব্য এক সামরিক অভ্যুত্থান দমনে মার্কিন সরকারের সহায়তা চেয়েছিল।

এই চিঠিটি কে লিখেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। খবর : বিবিসি

তবে চিঠির বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তাতে এখন শুনানি হতে যাচ্ছে।

এমন পটভূমিতে ইউসুফ রাজা গিলানী কঠোর ভাষায় দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সমালোচনা করলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী তার দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, সেনাবাহিনী একটা রাষ্ট্রের ভিতর আলাদা রাষ্ট্রের মতো আচরণ করতে পারে না।

ইসলামাবাদে এক ভাষণে তিনি বলেন সেনাবাহিনীকে অবশ্যই পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হবে।

পাকিস্তানের মানুষকে নির্বাচিত সরকার এবং স্বৈরতন্ত্রের মধ্যে একটাকে বেছে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন, মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সে সময় সরকার নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সমর্থন দিয়েছিল।

কিন্তু এখন সেনাবাহিনীর সমালোচনা করতে গিয়ে মি: গিলানী পাকিস্তানে ওসামা বিন লাদেনের থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

আল কায়দা নেতা ওসামা বিন লাদেন কিভাবে ভিসা ছাড়া পাকিস্তানে ঢুকেছিল এবং কিভাবে ছয় বছর পাকিস্তানে অবস্থান করেছিল, এমন প্রশ্ন তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর জবাবদিহিতার কথাও উল্লেখ করেছেন।

মি: গিলানী তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে যে বক্তব্য দিলেন বা কঠোর সমালোচনা করলেন, এমন নজির পাকিস্তানে নেই।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here