ডেস্ক রিপোর্ট::  বিশ্বকাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। তবে সেটা শুধুমাত্র ব্যাটিং বিপর্যের মুখে বড় স্কোরের জন্য না। সেদিনের ম্যাচে সাকিব খেলেছিল বেশ সাদামাটা এক ব্যাটে। ছিল না স্পন্সরের স্টিকার। সেই ম্যাচে সাকিবের ব্যাটে স্টিকার না থাকা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা।

তবে ঠিক কী কারণে সাকিব আল হাসানের ব্যাটে স্টিকার নেই, তার কারণ অবশেষে জানা গেলো। ভারতীয় কোম্পানি এসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে টাইগার অধিনায়কের। যার কারণে সাকিবের ব্যাটে ছিল না সেই কোম্পানির স্টিকার। তবে নতুন করে সাকিবকে ৩ বছরের জন্য চুক্তি করতে বলা হলেও তাতে রাজি হননি টাইগার অধিনায়ক।

অবশ্য সাকিব যে স্পন্সরহীন তা নয়। বরং এবার আরও বড় পরিসরে স্পন্সর পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেই নতুন করে স্টিকার ব্যাটসহ দেখা যাবে সাকিবকে। জানা গেছে জার্মান কোম্পানি পুমার সঙ্গে চুক্তি করেছেন সাকিব।

ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে পুমার তৈরি ব্যাটের ব্যবহার ছিল চোখে পড়ার মত। মার্ক টেইলর, মাইকেল বেভান, অ্যাডাম গিলক্রিস্টরা খেলেছেন পুমা কোম্পানির ব্যাট নিয়ে। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা যুবরাজ সিংও খেলেছেন পুমার ব্যাটে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here