ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

দুই দল এর আগে ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তবে একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুই দলের দেখা হয়েছিল। বাংলাদেশ সেই ম্যাচে আগে ব্যাটিং করে ১৭৫ রানের সংগ্রহ পায়। তবে বোলারদের ব্যর্থতায় মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান।

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ ঘরের মাঠে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে। জয়ের মুখ দেখছে না শেষ তিন ম্যাচে। হেরেছে দূর্বল হংকংয়ের বিপক্ষে। এ পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে জয় চাওয়াটা আকাশের চাঁদ হাতে পাবার সমানই। তবে টাইগাদের যোগ্যতা নিয়ে কারও কোন দ্বিমত নেই। তবে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে আজকের ম্যাচেও বাংলাদেশকে পিছিয়ে রাখবে।

গত তিন ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা রানই পাননি। এজন্য অধিনায়ক মুশফিক ও অভিজ্ঞ সাকিব উপরে এসে ব্যাট করবেন। আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন মুমিনুল হক। শামসুর রহমান শুভর পরিবর্তে আবারো দলে আসার সম্ভাবনা রয়েছে মুমিনুলের।

সেমি ফাইনালের আশা বাংলাদেশের জন্যে প্রায় শেষই বলা চলে। শেষ দুটি ম্যাচ শুধুমাত্র বাংলাদেশের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে। আজ পাকিস্তানকে হারাতে পারলে সাফল্যের উচ্চ শেখরে পৌছবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের বিপক্ষে জয় মাত্র একটি, ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে এর পর থেকে জয় যেন অসম্ভবই হয়ে পড়েছে। টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ৪৫ টিতেই হার! পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের ব্যবধান অনেক বেশি। ম্যাচও খেলা হয়েছে বেশি। হারও হয়েছে সবচেয়ে বেশি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। মাঠে দর্শক, উইকেট সবই বাংলাদেশের পক্ষে থাকবে। মাঠে শুধুমাত্র টাইগারদের পারফরমেন্স দেখাতে পারলেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে। স্বাধীনতার মাসে নতুনভাবে টি-টোয়েন্টিতেও স্বাধীন হতে পারবে মুশফিক-সাকিবরা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here