পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি থানায় অস্ত্রধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও সাত জন আহত হয়েছে। রকেট,গ্রেনেড ও গুলির আঘাতে তারা হতাহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা সোহেল খালিক জানিয়েছেন। তিনি বলেছেন, আজ খুব ভোরে দশ বারো জন অস্ত্রধারী একটি গাড়ীতে করে থানায় এসে হামলা চালায় এবং হামলা শেষে একই গাড়ীতে করে পালিয়ে যায়। তারা থানায় গুলি বর্ষণের পাশাপাশি রকেট ও গ্রেনেড ছোঁড়ে। এখন পর্যন্ত কোন ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানের তেহরিকে তালেবানের সঙ্গে সরকারের আলোচনার বিষয়ে যখন পরস্পর বিরোধী খবর আসছে ঠিক সে সময় আজকের ওই হামলা হলো। তবে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলা নতুন কিছু নয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক