ডেস্ক রিপোর্ট::  আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিসিআই। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো চূড়ান্ত না হলেও কদিন আগে আইসিসির কাছে প্রস্তাবিত সূচি পাঠায় আয়োজক বিসিসিআই। সেই খসড়া সূচি অনুযায়ী, আহমেদাবাদ ছাড়াও নতুন করে আরও দুই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খসড়া সূচিতে লিগ পর্বে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু- হায়দারাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়। এর মধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের ভেন্যুতে খেলতে চায় না বলে আগেই জানিয়েছিল পিসিবি। এরপর নতুন করে আরও দু’টি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি।

প্রতিবেদন অনুযায়ী, ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অজিদের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। চেন্নাইয়ের পরিবর্তে ব্যাঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান।

চেন্নাইয়ের উইকেট স্লো এবং স্পিনার বান্ধব হলেও সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চায় পাকিস্তান। কারণ অস্ট্রেলিয়া দলে সেরা মানের স্পিনার নেই। কিন্তু আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমান এবং নূর আহমেদের মতো তারকা স্পিনার আছে। এজন্য চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে আফগানদের বিপক্ষে খেলতে আগ্রহী নয় পাকিস্তান। তাই আফগানিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে খেলতে চায় পাকিস্তান।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, কোনো উপযুক্ত কারণ ছাড়া ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, ম্যাচের ভেন্যু পরিবর্তন একমাত্র মাঠ খেলার অনুপযুক্ত হলে এবং নিরাপত্তা ইস্যু থাকলে করা হয়ে থাকে।

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যু থাকায় ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়। ধর্মশালার পরিবর্তে কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here