ডেস্ক রিপোর্ট::  টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।

আজ রোববার বিসিবির প্রকাশিত ভিডিওতে শরিফুল বলছিলেন, ‘যখন আমি লাহোরে যাই তখনই আমাদের সবার ভেতরে, পেস বোলার বা ব্যাটসম্যানদের মধ্যে একটা কথাই বলা হচ্ছিলো যে আমরা অনেকদিন ধরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতেছি। এবার আমরা অ্যাওয়েতে (বিদেশের মাটিতে) খেলতে আসছি। আমাদের অনেক বেশি চান্স জেতার, কারণ তাদের চেয়ে আমাদের অভিজ্ঞ খেলোয়াড় বেশি ছিলো।’

‘ম্যাচ দেখেন, ওরা কয়টা ম্যাচ খেলছে আমরা কয়টা ম্যাচ খেলছি। সাকিব ভাই এটা সবসময় বলতো। মুশফিক ভাই আমাদের সবচেয়ে বেশি অভিজ্ঞ ক্রিকেটার। ৯০ টা টেস্ট খেলেছে, সব উদাহরণ তখন থেকেই সেট করেছি। মাইন্ডে ছিলো আমরা তাদের চেয়ে এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা জিতবো।’-যোগ করেন শরিফুল।

পাকিস্তানের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে শরিফুল বলেন, ‘আমার মনে হয় লাহোরে যে প্রস্তুতিটা নিয়েছি সেটা কাজে দিয়েছে বেশি। আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি লাহোরে সেটা গুরুত্বপূর্ণ। আর গরম ছিলো অনেক বেশি। মানিয়ে নিতে সুবিধা হয়েছে। লাহোরের চেয়ে রাওয়ালপিন্ডিতে গরম কম ছিলো।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here