মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছার ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমন বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার নদ—নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার বাওয়ালী বাড়ীর সংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে যায়।
এতে নদীর পানি পোল্ডারে ঢুকে হরিণখোলা, কালিনগর, দারুণমল্লিক সহ ২২ নং পোল্ডারের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। দারুণমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানান, ঘূর্ণিঝড় রেমালে কালিনগর এলাকার যেখানে ভেঙ্গে গিয়েছিল তার পাশেই ৩শ ফুট বাঁধ ভেঙ্গে যায়।
এদিন স্থানীয়ভাবে মেরামতের চেষ্টা করা হলেও পানির প্রবল স্রোতে মেরামত চেষ্টা ব্যর্থ হয়। বাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে আমন বীজতলা, সবজি ফসল ও পুকুর জলাশয়ের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ শিক্ষক জানান।
বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here