মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ৩ হাজার ২৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উপসী বীজধানসহ রাসায়নিক সার বিতরণে উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রাম পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে এ সব প্রদান করা হয়।

রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন পর্যায়ক্রমে হাইব্রিড ও উপসী বীজধান বিতরণ শুরু হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সার-বীজ বিতরণ অনুষ্ঠানে সুফলভোগী কৃষকসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মো. এনামুল হক, ইয়াসিন আলী খান, এস এম মফিজুর রহমান, ডলন্টন রায়, শেখ তোফায়েল হোসেন তুহিন ও মো. সিরাজউদ্দীন প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here