মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় কপিলমুনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারিরীক প্রতিবন্ধী কলেজ ছাত্র, মহিলা ও চিংড়ী ব্যবসায়ীসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করাহয়েছে। এসময় মাছ ক্রয়ের নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনিকাশিমনগর এলাকায়। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত
আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাশিমনগর গ্রামের রহমত আলী মোড়লের ছেলে চিংড়ী মাছ ব্যবসায়ী আব্দুল জলিল (৩০) ও তার ভাই মোমিন (২৭) কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী চিংড়ী ঘের এলাকায় বাগদা চিংড়ী ক্রয়ের জন্য যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে মোমিন প্রস্রাব করতে বসলে বিধান মন্ডল নামে এক ভ্যান চালক তাকে চাপা দেয়। এসময় জলিলের সাথে বিধানের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে তার চাচাতো ভাই ইবাদুল মোড়লের ছেলে কলেজ ছাত্র শারিরীক প্রতিবন্ধী মিজান ও ছোট বোন অসুস্থ্য তহমিনা খাতুন (২৫) বাড়ি থেকে বেরিয়ে আসলে প্রতিবেশী হাফেজ মোড়লের ছেলে হাসেম মোড়ল (৪২), মৃত ছাদের মোড়লের ছেলে মোমিরুল মোড়ল (৪০) ও তার ভাই আজিজ মোড়ল (৪২) ও মৃত কাদের মোড়লের ছেলে নজরুল মোড়ল (৩৮) ওরফে নজুসহ কয়েকজন আকস্মিক ঘটনাস্থলে এসে জলিলকে মারপিট শুরু করে।

এসময় তার ভাই মোমিন, ছোট বোন তহমিনা ও চাচাতো ভাই মিজান এগিয়ে আসলে তারা তাদেরকেও পিটিয়ে মারাত্নক আহত করে। এসময় তারা জলিলের কাছে থাকা মাছ ক্রয়ের নগদ ২ লাখ টাকা ছিনতাই করে নেয়। এসময় তাদের আত্নচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে কপিলমুনি ও পরে তালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here