পাইকগাছায় জেল-হত্যা দিবস পালিতমহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ড জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি চত্বরে উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সদস্য আঃ মান্নান গাজী ও জেলা পরিষদ সদস্য পৌর কমিটির আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু।

সভায় জেল-হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য অ্যাড. চিত্তরঞ্জন মন্ডল, বিভূতী ভুষন সানা, শংকর দেবনাথ, জিএম ইকরামুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, সিহাব উদ্দীন ফিরোজ বুলু, মহিলা নেত্রী মাসুমা আকতার, প্রভাষক আঃ ওহাব বাবলু, শফিকুল ইসলাম,সাবেক ছ্ত্রালীগ সভাপতি আবুল কালাম আজাদ, শেখ জুলি, ছাত্রলীগ নেতা রাকিব, রনি, আলামিন, আঃ হামিদ, প্রবীর প্রমুখ।

অপর দিকে অনুরুপ ভাবে পৌর জিরোপয়েন্টস্থ জাতীয় শ্রমিক লীগের কার্য্যালয়ে পৌর কমিটির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আবুল হোসেন।

বক্তব্য রাখেন পৌর কমিটির সম্পাদক জীবন কিশোর রায়, আঃ জব্বর বাবলু, প্রভাষক আঃ ওহাব বাবলু, ইউপিসদস্য এজাহার আলী প্রমুখ।

বিকালে কপিলমুনি আ’লীগের দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here