মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় বই মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হচ্ছে। জমে উঠেছে অমর একুশের বই মেলা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গত ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩দিন ব্যাপি বই মেলার আয়োজন করেছে পৌরসভা ও অরণ্য পাইকগাছা নামে একটি সামাজিক সংগঠন। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

পৌরসভা চত্বরে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে বই মেলা। মেলায় ১৫টির মত স্টল স্থান পেয়েছে। বইয়ের পাশাপাশি পোশাক, ইলেকট্রিক সামগ্রী, খেলাধুলা সামগ্রী, বেত শিল্পের পণ্য, রকমারী ফুল ও খাবার সহ বিভিন্ন প্রশাধনী পণ্য মেলায় পাওয়া যাচ্ছে। রবিবার ছিল মেলার চতুর্থ দিন। প্রতিদিন ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষের পদচারনায় মেলা জমে উঠছে। অনেকেই আসছেন বই কিনতে, অনেকেই কিনছেন নানা ধরণের পণ্য। অনেকেই আবার মেলা দেখতে আসছেন।

মেলায় আসা ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ গাজী জানায়, মেলা থেকে সে শিশুতোষ বই কিনছেন। নিজের এবং নিজের পরিবারের জন্য বই কিনতে মেলায় এসেছেন বলে জানান দর্শনার্থী উম্মেহানী লাকি। মেলা থেকে ধর্মীয় বই কিনেছেন বলে জানান মনি বালা দত্ত। শিশুতোষ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান রাজু বুক হাউজ এর রাজু আহম্মেদ।

স্থানীয় লেখক ও শিবসা সাহিত্য অঙ্গন এবং সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি’র “স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা” ও “জীবনের পাতা থেকে” লেখা দুটি বই মেলায় স্থান পেয়েছে। মেলায় আশা দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজক কমিটির প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু জানান।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, ছেলে মেয়েদের ফেসবুক ও মাদকের কুফল থেকে বের করে আনার জন্য এ ধরণের বই মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here