মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছায় অসুস্থ্য ৩৭ নারী-পুরুষ প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চিকিৎসা সহয়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পাইকগাছা প্রেসক্লাবে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু এসব অসুস্থ্য মানুষের হাতে ২৩ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দিলে তারা প্রধানমন্ত্রী ও এমপি’র দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আ. মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, শাহজাদা মো. আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক কাউন্সিল শেখ আনিছুর রহমান মুক্ত ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম প্রমুখ।