মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার যৌথ উদ্যোগে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও নিসচা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা বদরুল হুদা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরজ্জামান, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদুর রহমান পল্টু, মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও ইউপি সদস্য স্মিতা মন্ডল।

বক্তব্য রাখেন, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, মহানন্দ অধিকারী মিন্টু, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, আবুল হাশেম, সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, ফরিজুল ইসলাম, হারুন অর রশিদ, মিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ, মাজহারুল ইসলাম মিথুন, শাহরিয়ার, বাদশা ও খোরশেদ আলম ইব্রাহীম সানা প্রমুখ। বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে বিকালে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে চলার জন্য সকলের প্রতি আহ্ধসঢ়;বান জানান। এছাড়া মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের উপর গুরুতারোপ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here