ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী পহেলা জুলাই থেকে এ কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। 
রোববার (৩০ জুন) শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরাও সর্বাত্মক কর্মরিতি পালন করবো। কর্মরিতির অংশ হিসেবে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ রাতে সমিতির অনলাইন সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে।
এদিকে একই দাবিতে রোববার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বেলা ১২ টা থেকে ১ পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মরিতির অংশ হিসেবে সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চালু ছিল। এছাড়াও বেলা ১০ টায় প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ইবি কর্মকর্তা সমিতি। সমাবেশ শেষে দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here