পশ্চিমবঙ্গে সম্মাননা পেলেন সেলিম রেজা সেন্টু

পশ্চিমবঙ্গের মহিষাদল শিল্পকৃতির পক্ষ থেকে ১৭ জানুয়ারি সন্ধ্যায় মহিষাদল বই মেলা সমিতির বই মেলা মঞ্চে বাংলাদেশের নাট‍্যজন সেলিম রেজা সেন্টুকে সম্মাননা জানানো হয়।

এই আয়োজনে শিল্পকৃতি প্রযোজনা সঞ্জয় চট্রোপাধ‍্যায় রচিত সুরজিৎ সিনহা নির্দেশিত “সেই স্বপ্নপুর” মঞ্চস্থ হওয়ার পর বই মেলা সমিতির সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি সেলিম রেজা সেন্টুকে সম্মাননা ও মানপত্র তুলে দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট‍্য আকাদেমির সদস্য ও শিল্পকৃতির সভাপতি বিশিষ্ট নাট‍্যজন সুরজিৎ সিনহা।

সেলিম রেজা সেন্টু পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোতে পড়া অবস্থায় তাঁর সম্পাদিত অন্যধারার নাট‍্যপত্রিকা “দুই বাংলার থিয়েটার” প্রকাশ করে ১৯৯৭ সালে, এরপর সেই ধারাবাহিকতায় শিশু কিশোরদের নাটকের কাগজ “নাট‍্য” ও রঙ্গ মঞ্চের সংবাদ বিষয়ক কাগজ “প্রাককথন”। বাংলা থিয়েটারে একমাত্র মানুষ যে তিনটি নাট‍্যপত্রিকার সম্পাদনা একা করছেন। তাঁর প্রতিষ্ঠা করা অনুসন্ধিৎসু নাটকের দল “প্রাকৃতজন” ও শিশু কিশোরদের নাটকের দল “অ আ ক খ” নিয়ে বাংলাদেশের বগুড়া ও ঢাকায় কাজ করছেন।

তাঁর ৩৪ জীবনের নাট‍্যজীবনে বিশ্ববিদ্যালয়ে নাটকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্তিসহ একই সঙ্গে শিশুদের ও বড়দের থিয়েটার নিয়মিত চর্চা, নাট‍্যপত্রিকা সম্পাদনা, মঞ্চে অভিনয় ও নির্দেশনাসহ থিয়েটারের কাজের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গের “মহিষাদল শিল্পকৃতি” এই সম্মাননা প্রদান করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here