রোববার দুপুরে শয়তানের উদ্দেশে পাথর ছোঁড়া শেষে পশু কোরবানি দিবেন হাজিরা। এর পর পরই ইহরাম ত্যাগ করবেন তারা।
সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এদিকে আজ ভোর থেকে মুজদালিফা থেকে মিনার পথে আসতে শুরু করেছেন মুসুল্লিরা। এখানে জোহর নামাজ আদায় শেষে জামারায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়বেন তারা।
এরআগে হজের অন্যতম বিধান শনিবার আরাফাত ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। এরপর দুপুরে মসজিদে নামিরায় খুতবা শোনেন তারা।
সেখানে একসাথে যোহর ও আসরের নামাজ আদায়ের মধ্য দিয়ে হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। মুজদালিফায় রাত্রি যাপন শেষে হজ্জ সম্পন্ন করতে মিনায় রওনা হন মুসুল্লিরা।
প্রসঙ্গত, শুক্রবার ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে অবস্থান, পশু কোরবানি ও বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
হাজিদের নিরাপত্তা দেখভালের পাশাপাশি অতীতের মতো দুর্ঘটনাকবলিত হয়ে বা পদদলিত হয়ে কোন হাজির মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছেন নিরাপত্তাকর্মীরা।
সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য এসেছেন। আর সাত থেকে আট লাখ সৌদি নাগরিক হজ পালন করছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক