গাইবান্ধার পলাশবাড়ীতে গত রোববার রাতে নাবাব সুপার মার্কেটের নাইট গার্ট রহস্য জনক ভাবে নবাব মাকের্টের উপর তলায় সোনালী ব্যাংকের গেটে খুন হয়েছে। এলাকাবাসী জানান, পলাশবাড়ী সোনালী ব্যাংকের নিচ তলা নবাব মাকের্টে দীর্ঘ দিন যাবত সে দিনে মুচির(জুতা মেরামত) কাজ করতো এবং রাতে নবাব সুপার মাকের্টে নাইট গার্ডের কাজ করতো। নিহতের নাম মতিলাল (৩৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাসিন্দা। ছোট বেলায় পলাশবাড়ীতে তার বোনের বাড়ী এসে কাজ কর্ম করে এখানেই বসবাস করেন। পলাশবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মতিউর রহমান মতি জানান, গাঁঞ্জা খাওয়া ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী পলাশবাড়ী থানাতে একটি অজ্ঞাত মামলা দায়ের করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা