গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মহেশপুর নামক স্থানে মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী সীমা (১৪) গতকাল সকাল ৮ টায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী টিআর ট্রাভেল্স (নং- ঢাকা-মেট্রো-ব-১৪-৫৩৭৩) রংপুর থেকে ছেড়ে এসে ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে পোলটি ভেঙ্গে নিয়ে সামনে গাছের উপর আছড়ে পড়ে। এসময় বিদ্যালয়গামী ৪র্থ শ্রেনীর ছাত্রী সীমা ও তার সঙ্গীরা রাস্তা পার হওয়ার সময় কোচটির ধাক্কায় সীমা রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত সীমাকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় অপর ৫ জন শিক্ষার্থী ও পথচারী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/গাইবান্ধা