গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে গুরুতর জখম জিলুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে। এছাড়া ওই সংঘর্ষে আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, পলাশবাড়ী উপজেলার মামুদপুর গ্রামের জিলুর রহমানের সঙ্গে একই গ্রামের মোখলেছুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
রোববার বিকালে জিলুর সঙ্গে ওই বিরোধপূণ জমিতে পানি দিতে গেলে মোখলেছ লাঠিসোটাসহ তার লোকজন নিয়ে তাকে বাধা দেন। এতে এক পর্যায়ে উভায় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় প্রতিপক্ষের হামলায় জিলুর রহমানর গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হন নিহতের মা জোলেখা বেগম (৭০) বাবা সমেস উদ্দিন (৭৪),স্ত্রী মনোয়ারা বেগম(৪০) ছোট বোন আমেনা (২৩) ছোট ভাই জিন্নাহ এবং তার গর্ভবতী স্ত্রী আইরিন বেগম। আহতদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন জিন্নার স্ত্রী আইরিন বেগমের হাসপাতালে গর্ভপাত ঘটে। তার অবস্থা আশঙ্খজনক।
এ ঘটনায় সোমবার পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনার পর আসামীরা পালাতক । পুলিশ তাদের গ্রেফতারের চেষ্ট চালিয়ে যাচ্ছে।
ইউনাইটডে নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা