পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের জোহার গোয়ালঘর থেকে নজির হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৫) লাশ পুলিশ শনিবারইবকালে উদ্ধার করে।জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের প্রতিবেশী আজগার আলীর ছেলে জোহার দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রন্ত বিরোধ চলে আসছে।  নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে দানছ উদ্দিনের ছেলে আহনুল হক নজরুল ইসলামকে বাড়ী থেকে ডেকে নিয়ে গেলে সে আর বাড়ী ফেরেনি। অনেক খোঁজাখুজির পর জোহার গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/গাইবান্ধা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here