রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭ টায়, আইয়ুব বাচ্চু ও একদল কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ দিয়ে।
এর পর বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও ভারতের শানকে নিয়ে বিপিএলের থিম সং ‘বাইশ গজে আগুন জ্বলে, যুদ্ধ শুরু ব্যাটে-বলে’ পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার বাপ্পি লাহিড়ী।
থিম সং শেষে একে-একে দলীয় পতাকা হাতে আইকন খেলোয়াড়দের সামনে রেখে মাঠে প্রবেশ করে প্রতিযোগিতার ছয়টি দল।
এর পর মাঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর।
রাষ্ট্রপতির প্রবেশের পর স্বাগত বক্তব্য রাখেন বিপিএল গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এর পরই বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। এ সময় আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার