ডেস্ক রিপোর্ট::  হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘ওপেনহাইমার’ বিশ্বের বক্স অফিসে একাধিক নজির গড়েছে। তারপর থেকেই নোলানের পরবর্তী ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহল ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে জানা গেল বিখ্যাত এই পরিচালকের নতুন ছবির নাম।

গত মঙ্গলবার প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’ নোলানের পরবর্তী ছবির শিরোনাম প্রকাশ করেছে। যেখানে থাকছেন হলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা।

নোলানের নতুন এই ছবিটি হোমার রচিত গ্রিক মহাকাব্য ‘ওডেসি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। ছবির নাম রাখা হয়েছে ‘দি ওডেসি’। আর নোলানের ছবি মানেই, সেখানে বিশ্বের প্রথম সারির চর্চিত অভিনেতাদের ভিড়। এবারেও তার অন্যথা হচ্ছে না। ‘দ্য ওডেসি’তে থাকছেন টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া, চার্লিজ থেরন প্রমুখ। তাদের মধ্যে অনেকেই নোলানের ছবিতে অভিনয় করেছেন। তবে টম হল্যান্ড, জেন্ডায়া এবং চার্লিজ থেরনের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন নোলান।

নির্মাতারা এই ছবিকে ‘পৌরাণিক অ্যাকশন ঘরানা’র ছবি হিসেবে উল্লেখ করেছেন। প্রাচীন গ্রিসের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম চর্চিত মহাকাব্যিক আখ্যান নোলানের হাতে দর্শকের কাছে চমকে পরিপূর্ণ হতে চলেছে বলেই আশা করছেন সিনেমা বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তবে অভিনেতাদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাবে।

সূত্রের দাবি, বছরের প্রথমার্ধে ‘দি ওডেসি’র শ্যুটিং শুরু করবেন নোলান। তিনি এবং তার স্ত্রী এমা টমাস এই ছবির অন্যতম প্রযোজক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here