ভুল কেন্দ্রে চলে আসা শিক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ডেস্ক রিপোর্টঃঃ  এসএসসি পরীক্ষার প্রথম দিনে (বৃহস্পতিবার) উদয়ন স্কুলের শিক্ষার্থী মীম ভুলে অন্য কেন্দ্রে চলে যায়। তার পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা গার্লস  স্কুলে, কিন্তু তিনি চলে আসে উত্তরা বয়েজ স্কুলে। কিচ্ছুক্ষণ পরেই শুরু হবে পরীক্ষা এমন অবস্থায় মীমকে গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুধু মীম নয় আজ অনেক এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মীম নামে উদয়ন স্কুলের এক শিক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে আসে। পরে আমাদের থানা পুলিশ বিষয়টি জানতে পারলে মীমকে দ্রুত সঠিক কেন্দ্রে দিয়ে আসে। একইভাবে ভুল করে বাসায় প্রবেশপত্র ফেলে আসেন কয়েকজন শিক্ষার্থী। তাদের বাসা থেকে প্রবেশপত্র এনে দেয় পুলিশ।

তিনি আরও বলেন, যানজটে আটকেপড়া শিক্ষার্থীদেরও বিশেষ মোটরসাইকেলে করে কেন্দ্রেও দিয়ে আসে পুলিশ। এ ধরনের বিশেষ সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে। ডিএমপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। এজন্য আজ উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে একটি বুথ খোলা হয়েছে।

এ সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দিবে। এছাড়া আলাদা তিনটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে কেউ ভুলে প্রবেশপত্র ফেলে আসলে সেটা এনে দেওয়া হবে।

আজ সকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানো হয়। পুরো পরীক্ষাজুড়ে এই কার্যক্রম চালু থাকবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here