পরিবহন নেতা সেলিম চৌধুরীকে ফেরৎ দিয়েছে র্যাব। সোমবার রাত পৌনে ৯ টায় তাকে কাফরুল থানায় সোপর্দ করা হয়। র্যাব-৪ এর উপ সহকারী পরিচালক শাজাহান তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেলিম চৌধুরীকে উদ্ধারের দাবীতে সোমবার দুপুরে রাজধানীর গুলিস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পরিবহন শ্রমিকরা। পরে উর্দ্ধোতন পুলিশ কর্মকর্তারা সেলিমকে উদ্ধারে সহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। তবে পরে সন্ধ্যার ৬ টার দিকে রাজধানীর ৪ টি বাস টার্মিনাল থেকেই বাস ছাড়া বন্ধ করে দেয়া হয়।
রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, র্যাব সেলিমকে ফেরৎ দেয়ার পর পরই গাড়ি ছাড়া শুরু হয়েছে।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, সেলিমকে তাদের পরিবারের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার