ডেস্ক রিপোর্ট:: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাইজেরিয়ার স্থায়ী সচিব রাষ্ট্রদূত আদামু ইব্রাহিম লামুয়া।
রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রসচিব উভয় দেশের অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। তারা কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে যোগ দিতে ঢাকায় আসেন আদামু ইব্রাহিম। রোববার ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী অধিবেশনে যোগ দেন নাইজেরিয়ার স্থায়ী সচিব।