রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ প্রতিনিধি ::
সুইডেনে পবিত্র আল-কুরআনুল কারিম পুড়ানোর প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) জুম্মার নামাজ শেষে উপজেলার শেখপাড়া বাজারে ওলামা -মাশায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি আবু মুসার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান। এছাড়া শেখপাড়া বাজার পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি আবু মুসা সুইডেনের পণ্য বয়কট করা সহ এ ঘটনার তিব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, পবিত্র ইদের দিনে সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র মহাগ্রন্থ আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র আল কুরআনকে পু্রিয়ে দিয়ে আমাদের মুসলিমদের হৃদয়ের রক্তক্ষরণ করেছেন। তারই প্রতিবাদে আজকের এ বিক্ষোভ সমাবেশ।