ডেস্ক রিপোর্ট::  পদ্মা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা। রোববার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে এই টোল আদায় হয়।

এর মধ্যে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৭ হাজার ৮৫০টাকা। আর জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৭০০ টাকা। মাওয়া প্রান্ত দিয়ে ২০ হাজার ৮৫১ টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১০ হাজার ৯৪৯টি পরিবহন পদ্মা সেতু হয়ে পারাপার হয়েছে।

পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here