পদ্মা সেতু নির্মাণে আগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছে মালয়েশিয়া সরকার। ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে মালয়েশিয়া সরকারের বিশেষ দূত দাতো সোরি এস স্যামি ভেলু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই আগ্রহের কথা জানান।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন বিন সাবেহ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান ও সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মালয়েশিয়া সরকারের বিশেষ দূত স্যামি ভেলু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান।