নওগাঁর পত্নীতলায় একটি থালা চুরিকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় পুলিশ মঞ্জুর আলী (৩২)নামে এক যুবককে গ্রেফতার করেছে। এলাকায় সাড়া জাগানো এ ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টরি দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের কেশবপুর গ্রামে।

পত্নীতলা থানার ওসি মকলেছুর রহমান জানান, পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের বাড়ি থেকে একটি থালা চুরি যাওয়ায় আব্দুল কাদেরের স্ত্রী ঝুরমন বেগম (৬৫) প্রতিবেশী আবুল কাশেমের পুত্র মঞ্জুর আলীকে চোর হিসেবে সন্দেহ করে ।এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার সকাল ১০টায় প্রকাশ্য দিবালোকে কুড়াল দিয়ে সন্ত্রাসী কায়দায় আসামী মঞ্জুর আলী আব্দুল কাদেরের বাড়িতে প্রবেশ করে ঝুরমত বেগমের মাথার বাম পার্শ্বে কোপ দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা আসামী মঞ্জুর আলীকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এ ব্যাপারে ঝুরমন বেগমের স্বামী আব্দুল কাদের বাদী হয়ে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here